বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন এবং যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে তালা দিয়েছে মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে শিক্ষার্থীরা তালা দেওয়া হয়। বিকেলে আরেকপক্ষ তালা ভাঙ্গার চেষ্টা করলে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির উপস্থিত হয়ে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাবগুলোতে প্রবেশ করিডোরে তালা মেরে দেন।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ক্লাব কমিটি সংস্কারের দাবি জানান। এ সময় হাসপাতাল পরিচালক বলেন, ‘মেডিকেল অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পরে শিক্ষার্থীরা আলোচনা ও সমাধানে পৌঁছার পূর্ব পর্যন্ত ক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তালা দেন। বেলা ২টার দিকে ক্লাবগুলোর সদস্যরা তালা ভাঙ্গার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। ৩টার দিকে পরিচালক এসে ক্লাবমুখী করিডোরের ফটকে তালা দিয়ে দেন।
শেবাচিম পঞ্চম বর্ষের শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘৫ আগস্টের পর দেশের সবখাতে সংস্কার হয়েছে। আমরাও চাই, শেবাচিমের কিছু বিষয়ে সংস্কার করা হোক। ক্লাবগুলোর বর্তমান কমিটি হাসিনার আমলে মেয়র ও এমপির স্বাক্ষরের মাধ্যমে হয়েছে। আমরা চাই, ক্লাব শিক্ষার্থীদের জন্য কাজ করুক। এজন্য শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কার প্রয়োজন।’
এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতাল পরিচালকের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।