শেষ হলো গাজীপুরের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ কোর্স

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় শাহ সূফী ফসিহ উদ্দিন হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভ্যেনুতে শিক্ষকদের ১০ দিনের আইসিটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। ৩০ জুলাই থেকে শুরু হওয়া ৯৮তম ব্যাচের এ প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন মাহবুবুল আলম এবং জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেবি অব অপটিমাল আইটি লিমিটেডের আতিকুর রহমান তুহিন।

তুহিন জানান, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণের জন্যই এ কোর্স শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তথ্যপ্রযুক্তি শিক্ষা ও শিখন সম্পর্কে জ্ঞান আহরণ এবং অর্জিত জ্ঞানে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণই এ প্রকল্পের মূল লক্ষ্য। সারা দেশের মতো গাজীপুরেও এ প্রকল্প চলছে। এ প্রকল্পর প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করছে জেবি অব অপটিমাল আইটি লিমিটেড।

বৃহস্পতিবার শাহ সূফী ফসিহ উদ্দিন হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভ্যেনুতে আইসিটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ সরকার, ভাওয়াল মির্জাপুর কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, রোভারপল্লী হাইস্কুলের সিনিয়র শিক্ষক নাজনীন সুলতানা, কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোতালেব হোসেন। এ কোর্সে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষক অংশ নেন।  

রোভারপল্লী হাইস্কুলের সিনিয়র শিক্ষক নাজনীন সুলতানা বলেন, ভবিষ্যতের স্মার্ট নাগরিক গড়তে এ কোর্সটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা আইটির বিভিন্ন দিক হাতে কলমে শিখতে পেরেছি। আমাদের এ শিক্ষা নিয়মিত চর্চা রাখতে হবে এবং শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই এ প্রশিক্ষণের উদ্দেশ স্বার্থক হবে।  

জেবি অব অপটিমাল আইটি লিমিটেডের কর্মকর্তা নাসির বিন আরেফিন জানান, তারা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলায় এ প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া তথা সহযোগিতার দায়িত্ব পেয়েছেন। গত ১ জুন থেকে তারা এ প্রকল্পের কাজ শুরু করেছেন। প্রতি প্রতিষ্ঠান থেকে চারজন শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0023918151855469