কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ফারুকের মরদেহ নিয়ে আসা হয়েছে প্রিয় জায়গা এফডিসিতে। সেখানে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করেছেন। যেখানের মাটি তাকে এদেশের মানুষের কাছে রুপালি জগতের নায়ক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
এর আগেও তার চিরচেনা এফডিসিতে বহুবার এসেছেন নায়ক ফারুক। কিন্তু আজকে এলেন লাশ হয়ে। আজ এফডিসির পরিবেশ একদমই শোকস্তদ্ধ। তাকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সবাই। প্রিয় নায়ক ও সবার প্রিয় সহকর্মীকে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে এসেছেন অনেকে।
জানা গেছে, দুপুর দুইটায় জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে জানাজা শেষে তাকে কালীগঞ্জের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে।