দৈনিক শিক্ষাডটকম, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারীতে শৈলদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদরাসার ২০২৪ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সার্বিক সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মাদরাসার সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, রহমতপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোহামুদুল্লাহ, চর বানিয়ারী দাখিল মাদ্রাসার সুপার মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ নূর মোহাম্মদ, সহ-সভাপতি নাহিদ শিকদার, শৈলদাহ এস ইএস ডিপি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলম শেখ প্রমুখ। সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাদরাসার শিক্ষক ইউনুস আলী ও মোস্তাফিজুর রহমান।