আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার আয়োজন করছে সরকার। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীরা আলাদা তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উপজেলা, মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় ও জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা আয়োজন করা হবে। সম্প্রতি এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, ভিডিও ধারণের ক্ষেত্রে যেকোনো মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে। মোবাইলে ভিডিওটি ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:১ অনুপাত) করতে হবে। ভিডিও ধারণের সময় স্থির ভিডিও পেতে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা সব থেকে সুবিধাজনক। ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) বাদ দিতে হবে। ভিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে। কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভিডিওটির ব্যাপ্তি সর্বোচ্চ এক মিনিট হতে হবে। ভিডিও সম্পাদনার সময় লক্ষ্য রাখতে হবে যেনো দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়। ভিডিওটি মেইল, পেন ড্রাইভ বা ড্রাইভ লিঙ্কের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠাতে হবে। তবে, এক্ষেত্রে ড্রাইভ লিংকের এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে। ভিডিওর মধ্যে প্রতিযোগীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, উপজেলার নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। ভিডিও নির্মাণ সংক্রান্ত যেকোনো পরামর্শ বা সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
এ প্রতিযোগিতার ভিডিও যাচাই-বাছাইয়ে উপজেলা পর্যায়, মেট্রোপলিটন পর্যায়, জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উপজেলা বাছাই কমিটি প্রতিটি গ্রুপের ভিডিও দেখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বাছাই করে শিক্ষার্থীদে পুরস্কৃত করবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ভিডিওগুলো ২০ জুলাইয়ের মধ্যে জেলা কমিটিতে পাঠাতে হবে। একইভাবে মেট্রোপলিটন কমিটিকে প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগীদের পুরষ্কৃত করে জেলা কমিটির কাছে এসব স্থান করা প্রতিযোগীদের ভিডিও পাঠাবে।
উপজেলা ও মেট্রোপলিটন পর্যায় থেকে আসা ভিডিওগুলো যাচাই বাছাই করবে জেলা কমিটি। এ কমিটি প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগীদের পুরষ্কৃত করে বিভাগীয় কমিটির কাছে ২৪ জুলাইয়ের মধ্যে এসব স্থান করা প্রতিযোগীদের ভিডিও পাঠাবে।
বিভাগীয় পর্যায়ের বাছাই কমিটি প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগীদের পুরষ্কৃত করে ২৮ জুলাইয়ের মধ্যে জাতীয় কমিটির কাছে এসব স্থান করা প্রতিযোগীদের ভিডিও পাঠাবে।
বিভাগীয় পর্যায় থেকে আসা ভিডিওগুলো বাছাই করবে জাতীয় কমিটি। জাতীয় কমিটি প্রতিটি গ্রুপ থেকে জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগীদের নির্বাচিত করবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।