গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে নাসির এবং জাহিদ নামে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন কাওরাইদ স্টেশন এলাকার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। নিহত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুম মিয়ার ছেলে এবং জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।
স্বজনরা জানাযন, নাসির ও জাহিদ একই মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।গত বৃহস্পতিবার মাদরাসা ঈদের ছুটি ঘোষণা করা হলে দুজনই বাড়িতে চলে আসে। পরদিন শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে কাইয়ুম মিয়ার খনন করা নতুন পুকুরের পাড়ে বসে তারা খেলাধুলা করছিলো। এমন সময় পুকুরের পার ভেঙে দু’জনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোনো খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখোঁজি করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখেন নাসিরের মা। তারপর পানিতে নেমে তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. আকবর আলী খান জানান, নিহত দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।