দৈনিক শিক্ষাডটকম, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২০টিতেই নেই শহীদ মিনার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেসব বিদ্যালয়ে নেই কোনো স্থান।
এতে ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন। এ দিবসের তাৎপর্য শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় তাদের কাছে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদদের প্রতি শদ্ধা জানানোর জন্য দূরের কোনো শহীদ মিনারে যেতে হয়।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন জানান, উপজেলায় ১৬৬ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার রয়েছে। তবে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই।