স্কুল মাঠে খেলার সময় সহপাঠীর সঙ্গে ঝগড়ার জেরে শ্রেণিকক্ষে ঢুকে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে নির্যাতন চালান একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাবা। কিল-ঘুসি ও লাথি মারার পাশাপাশি মেঝেতে ফেলে গলার ওপর দাঁড়িয়ে বীভৎস কায়দায় নির্যাতনের সময় শ্রেণি শিক্ষিকা এগিয়ে গেলে তিনিও ওই অভিভাবক কর্তৃক লাঞ্ছিত হন। হামলা ও নির্যাতনে শিক্ষার্থী মো. মোয়াজের মুখ দিয়ে রক্ত বের হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোয়াজের মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে বিচার প্রার্থনার পাশাপাশি হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম সেলিম জানান, ঘটনার সময় তিনি গুরুত্বপূর্ণ কাজে উপজেলা শিক্ষা অফিসে ছিলেন। তবে সহকারী শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জেনে হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রটিকে দেখে এসেছেন। এছাড়া ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বিষয়টি খুবই নিন্দনীয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল জানান, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।