প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিলো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়ভাবে শ্রেষ্ঠ হওয়া স্কুলটি পরিদর্শন করে গেলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তার সঙ্গে ছিলেন অধিদপ্তরের অর্থ পরিচালক মিজানুল হক।
গতকাল রোববার ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বাজেট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে অংশ নিতে ঠাকুরগাঁও এসেছিলেন মহাপরিচালক। পরে দুপুরে স্কুলটি পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনছুর রহমান, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষা অফিসার এস এম রবিউল ইসলাম সবুজ ,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, ইউপি চেয়ারম্যান আবু তাহেরসহ অনেকে।
মহাপরিচালক স্কুলের পরিবেশ ও ছাত্র-ছাত্রীর উপস্থিত দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ও প্রধান শিক্ষক এরফান আলীকে ধন্যবাদ জানান। এছাড়াও ওই স্কুলে আরো একজন শিক্ষককে পদায়ন দেয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।