কারিগরি শিক্ষার্থীদের ষাণ্মাসিক ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে মূল্যায়িত হবে। তাই নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ২৫ জুলাইয়ের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকে তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
রোববার কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি) এবং এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির ৯টি বিষয় (বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে মূল্যায়িত হবে।
তাই নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন লিংকে তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি অতিব জরুরি বলেও জানিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।