বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের’ দাবিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পূর্ণাঙ্গ নিরসন হয়নি, অনেক রাজনৈতিক দল চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে এখনও দেখতে চায়৷
তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। ৭২ এর সংবিধান বিলুপ্ত করতে হবে।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, গণতান্ত্রি কামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চাচ্ছি আমরা । আমাদের ঘোষিত ৫ দফা গণতন্ত্রকামী বাংলাদেশের জন্য বিপ্লবে পরিণত হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্য সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।