সংসদে উঠছে বেনজীর, আজিজ-আনার ইস্যু

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জাতীয় সংসদে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওইদিন বিকাল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এবং প্রথম বাজেট  অধিবেশন শুরু হবে। প্রায় একমাস ধরে চলবে এ অধিবেশন। বাজেট আলোচনার পাশাপাশি এবারের অধিবেশন উত্তপ্ত থাকবে আরও তিন ইস্যু নিয়ে। এর মধ্যে রয়েছে- ভারতে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ এর দুর্নীতি। সংসদে প্রধান বিরোধী দল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পক্ষ থেকে এরই মধ্যে সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র ও সরকারদলীয় এমপিরাও এ নিয়ে কথা বলতে চান বলে জানান।

 সংশ্লিষ্টরা জানান, ৫ ভাবে সংসদে ওই তিন ইস্যু নিয়ে এমপিরা আলোচনা বা উত্থাপন করতে পারেন। প্রথমত, প্রশ্নোত্তর পর্বে এমপিরা সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে পারেন, দ্বিতীয়ত-নির্ধারিত বুধবারে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর কাছেও এ নিয়ে প্রশ্ন করতে পারেন।

সেটা লিখিত বা সম্পূরক প্রশ্নের মাধ্যমে হতে পারে। তৃতীয়ত, পয়েন্ট অব অর্ডার বা অনির্ধারিত আলোচনায় অংশ নিয়েও  ইস্যুগুলো নিয়ে এমপিরা সংসদে কথা বলতে পারেন। চতুর্থত, আলোচিত বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বিবৃতি দাবি করতে পারেন এমপিরা। পঞ্চমত, বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা তিন ইস্যু নিয়ে বক্তব্য রাখতে পারেন।

এ প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা সংসদে কথা বলবো। এর মধ্যে ওই তিন ইস্যু আলাদা কিছু নয়। এছাড়া অধিবেশনের দিন সংসদীয় দলের বৈঠক করবো। সেখানে আমরা কোন কোন ইস্যু নিয়ে কথা বলবো তা নির্ধারণ করা হবে। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই যে তা সত্য তা আমরা বলতে পারি না। 

 এদিকে কয়েক স্বতন্ত্র এমপি ও সরকার দলীয় এমপি’র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা জানান, এসব নিয়ে সংসদে অবশ্যই কথা বলা হবে। আওয়ামী লীগ দলীয় কয়েক এমপি বলেন, সরকার দু’জনের দুর্নীতির অভিযোগ নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। তাদের ব্যক্তিগত দুর্নীতির দায় সরকার কেন নেবে।

এদিকে সংসদ সচিবালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত কোনো সংসদ সদস্য ওই তিনটি বিষয় নিয়ে প্রশ্ন বা নোটিশ দেননি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়নি। তবে অধিবেশন শুরু হলে এসব বিষয় নিয়ে প্রশ্ন বা নোটিশ দেয়ার সুযোগ রয়েছে। 

ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড়। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থেকে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ‘ভাবমূর্তির সংকট’ হিসেবে দেখছেন অনেকে। কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করেছেন।

 ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ আসছে তা ছিল স্থানীয় মানুষের কাছে ‘ওপেন-সিক্রেট’। পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ‘ক্ষমতার অপব্যবহার’- করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজীর আহমেদের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে লোকমুখে আলোচনা ছিল আরও অনেক আগে থেকে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে। নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে। 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0024850368499756