সংস্কৃতি রক্ষার প্রত্যয়ে জাককানইবিতে বর্ষবরণ

ত্রিশাল প্রতিনিধি |

‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে উচ্ছ্বাস ও আনন্দে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিশুসহ নানা বয়সের দর্শনার্থীদের অংশগ্রহণে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে শুক্রবার মঙ্গলশোভা যাত্রা করা হয়। 

পহেলা বৈশাখ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমেই জাতীয় সংগীত ও বৈশাখকে আহ্বান করে ‘এসো হে বৈশাখ..এসো এসো’ গান পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

তিনি বলেন, পাকিস্তানিরা আমাদের বাংলা নববর্ষ পালনে বাঁধা তৈরি করেছিলো। তারা বলেছিলো আমাদের এই সংস্কৃতি পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে চলবে না। কিন্তু বাঙালি তার সংস্কৃতিকে বর্জন করেনি। পাকিস্তানকে বর্জন করেছে। পরবর্তীকালে যতরকমের সামরিক স্বৈরাচার এসেছে তারাও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট করেছিলো, বাঙালি কিন্তু তার সংস্কৃতিকেই রক্ষা করেছে। বাঙালি তার সংস্কৃতি সামনে নিয়ে এগিয়ে গেছে। 

উপাচার্য বলেন, এরপরেও আমাদের পেছনে নানা রকমের তত্ত্ব আসে, নানা রকমের ভয় আসে কিন্তু আমাদের তরুণ সমাজ, যারা বাঙালি সংস্কৃতি রক্ষার ধারক তারা সেই ভ্রুকুটিতে কখনোই ভয় পায় না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা এ কথাই বলতে চাই যে, বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য আমরা সবসময় জাগরুক আছি, আমরা সবসময় একতাবদ্ধ আছি। এ কারণে আমাদের বাঙালি সংস্কৃতি রক্ষার লড়াইয়ে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সামনের বছর অত্যন্ত সুন্দরভাবে যেন কাটে, দেশে গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে, দেশে যাতে উন্নয়নের ধারা আরো বেগবান হয়, বৈশ্বিক পরিস্থিতিকে পেছনে ফেলে আমরা যেন আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারি এটাই আমাদের প্রত্যয়।

এরপর জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে গোটা বিশ্ববিদ্যালয় পরিবার মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। বৈশাখী সাজে এই শোভাযাত্রায় সামনে-পেছনে বাদ্যের তালে তালে চলে নৃত্য, হাতে হাতে ছিল বাহারি মুখোশ। পুষ্পাকৃতির চরকি, টেপা পুতুল আর পাখির শিল্পকাঠামো শোভাযাত্রাকে দেয় বাঙালির চিরায়ত আবহ। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কর্মকর্তা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রামিম আল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুসহ অন্য শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।


 
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে জয়ধ্বনি মঞ্চের সামনে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত দর্শনার্থীদের জন্য দেশীয় ফল পরিবেশন করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0037729740142822