গাজীপুরের কাপাসিয়ার একটি মাদরাসার নিম্নমান সহকারীকে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সনদ জালিয়াতি করে প্রভাষক পদে এমপিওভুক্ত করা হয়েছে। এমন অভিযোগে কাপাসিয়ার উজলী দিঘীরপাড় জামেউল উলুম আলিম মাদরাসার শিক্ষক মুনমুন আক্তার রূপাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রয়োজনীয় কাগজপত্রসহ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ হোসাইনের কাছে হাজির হতে হবে এই অভিযুক্তকে।
রোববার মাদরাসার শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, মাদরাসাটির এনটিআরসিএর সুপারিশ করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক মো. সুলতান মাহমুদকে নিয়োগ না দিয়ে নিম্নমান সহকারী মুনমুন আক্তার রূপাকে ভুয়া সনদ ও সুপারিশে এমপিওভুক্ত করার অভিযোগ দাখিল করা হয়।
এমন পরিস্থিতিতে এই অভিযোগের বিষয়ে শুনানির জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়োগের কাগজপত্রসহ ১৮ সেপ্টেম্বর ১১টায় অধিদপ্তরের পরিচালকের কাছে উপস্থিত হবে হবে।