দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বিভিন্ন মাদরাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য কারিগরি ত্রুটির জন্য ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে পাঠানো যাচ্ছে না।
তাই যেসব শিক্ষক এমইএমআইএস সফটওয়্যারে এমপিও আবেদনের জন্য ইনডেক্স বাতিল করেছেন সেইসব শিক্ষকদের [email protected]এই ইমেইল বা ০২-৪১০৩০১৯৩, ০২-৪১০৩০১৯৪- এই ফোন নাম্বারে ৩০ মে’র মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়
চিঠিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদরাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এমইএমআইএস সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআই-এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে পাঠানো যাচ্ছে না।
এমন অবস্থায়, যে সব শিক্ষকরা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে অনলাইনে আবেদনের জন্য এমইএমআইএস সফটওয়্যার থেকে ইনডেক্স কর্তন করেছেন, সে সব শিক্ষকরা আগামী ৩০ মে’র মধ্যে উল্লেখিত ইমেইল বা ফোন নম্বরে তথ্য পাঠানোর জন্য বলা হলো।