দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তাই কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একাই এসএসসি পরীক্ষা দিচ্ছে রুবিনা আক্তার।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হলেও ২০০৪ খ্রিষ্টাব্দে এসে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছাত্রীসংখ্যা শতাধিক। স্কুলটিতে পাঁচজন এমপিভুক্ত শিক্ষকসহ ১১ জন শিক্ষক কর্মরত রয়েছেন। চলমান পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের এ বছর পরীক্ষার্থী রুবিনা আক্তার। শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ১১ নম্বর কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, করোনাকালে বাল্যবিয়ে হয়ে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।
উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া বলেন, মাধ্যমিকের শুরুতে ওরা সাতজন মেয়ে ছিল। কিন্তু একে একে ওদের বিয়ে হয়ে যাওয়ায় তারা আর পড়াশোনা চালিয়ে যায়নি। আমি এখানে নতুন এসেছি। আশা করি আগামীতে এ ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার ব্যবস্থা নেব।
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষা দিলেও নিয়মিত একজন পরীক্ষা দিচ্ছে বলে নিশ্চিত করেছেন শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নাজমা বেগম।
এসএসসি পরীক্ষার্থী রুবিনা আক্তার বলে, আমার আরও সাত বান্ধবী ছিল। কিন্তু তাদের বিয়ে হওয়ায় তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই শুধু আমি একাই পরীক্ষা দিচ্ছি।