সমন্বয়কের হাতের কবজি কাটার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক শিক্ষাডটকম, শরীয়তপুর |

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের সমন্বয়ক মঈনুর ইসলাম অনিমের ওপর হামলা ও হাতের কবজি কাটার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউতের পদত্যাগ দাবি করেন তারা।

  

রোববার (১১ আগস্ট) সকালে কলেজের প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের ডিএমখালি বাজারে অবস্থান নেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বুধবার (৭ আগস্ট) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরকুমারিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় মঈনুর ইসলাম অনিমের বাড়িতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এ সময় অনিমের হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে সিরাজ সিকদার কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমার ভাইয়ের ওপর যে অতর্কিত হামলা হয়েছে এটি দেখার মতো নয়। আমরা ছাত্রসমাজ, আমরা কাউকে ভয় পাই না। এ হামলার বিচার না হলে এবং আমাদের দাবি না মানলে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। হামলার সঠিক বিচার করতে হবে। এ ছাড়া আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউতের পদত্যাগ দাবি করছি। 

আরেক শিক্ষার্থী রাব্বি সরদার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় আমাদের কলেজের সমন্বয়ক মঈনুর ইসলামের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জোর খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অতীতে কেউ পারেনি আর ভবিষ্যতেও কেউ পারবে না।


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033831596374512