সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার কাজ শিগগির শুরু হবে। ১১ সেপ্টেম্বরের মধ্যে ফরম ছাপার কাজ শেষ করা হবে। এরপর রাজস্ব খাতের সব কর্মচারীর কাছে এগুলো বিতরণ করা হবে।
মঙ্গলবার কর্মচারীদের সম্পদের হিসাব জমা নেওয়া সংক্রান্ত ছয় সদস্যের কমিটির সভাপতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এসব কথা বলেন।
দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কতদিনের মধ্যে হিসাব জমা দিতে হবে, এ প্রশ্নের উত্তরে দুদক সচিব বলেন, এ বিষয়টি ফরম বিতরণের পর জানিয়ে দেওয়া হবে।
বিদ্যমান আইন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণবিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে।