সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোর শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শূন্যপদ-সৃষ্টপদের তথ্য ও শিক্ষকদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে অধ্যক্ষদের কাছে। আগামী বুধবারের (২৪ মে) মধ্যে এসব হালনাগাদ তথ্য ইমেইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। সোমবার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে তা সব সরকারি কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদ মর্যাদা শিক্ষকদের ও শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যার হালনাগাদ তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৪ মের মধ্যে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠানোর জন্য বলা হলো।
জানা গেছে, ছকের ওপর বিভাগের নাম, জেলার নাম ও প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। শিক্ষকদের তথ্য পাঠানোর ছকে শিক্ষকের নাম, আইডি নম্বর ও পদবি, বিষয়, মোট সৃষ্ট পদ, নিয়মিত পদ, ইনসিটু পদ, সংযুক্ত পদ, বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ, আগের প্রতিষ্ঠানের নাম, পদবি ও অবমুক্তির তারিখ, প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য মন্তব্যসহ লিপিবদ্ধ করে তা ইমেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখায় পাঠাতে হবে।
আর শিক্ষার্থীদের তথ্য পাঠানোর ছকে উচ্চ মাধ্যমিকের মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগে কতজন শিক্ষার্থী আছে এবং ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসএস ও বিকম কোর্সে কতজন শিক্ষার্থী আছেন তা লিপিবদ্ধ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।