বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের ১১ জন শিক্ষককে বদলি করা হয়েছে।
বদলিকৃত শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক একজন, প্রভাষক ১০ জন রয়েছেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত শিক্ষকদের আগামী ৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
বদলিকৃতদের মধ্যে-ঘিওর সরকারি কলেজের প্রভাষক মো. সাজ্জাদ হোসেনকে মানিকগেঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, বগুড়ার সরকারি মুজিবুর রহমান কলেজের প্রভাষক মো. বরাতুজ্জামানকে সরকারি আজিজুল হক কলেজে, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক কৃষ্ণ চন্দ্র দামকে সরকারি দেবেন্দ্র কলেজে, বরিশালের গৌরনদী সরকারি কলেজের প্রভাষক মো. ইমরান সরদারকে পটুয়াখালী সরকারি কলেজে, মেহেরপুরের মুজবনগর সরকারি কলেজের প্রভাষক সুপ্রীতি কর্মকারকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে, নওঘাঁর বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মো. মমতাজ আলীকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে, ভোলা সরকারি কলেজের প্রভাষক শিমুল কান্তি মন্ডলকে বাগেরহাট সরকারি মহিলা কলেজে, ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ থেকে কাইয়ুম মন্ডলকে রাজবাড়ি সরকারি কলেজে, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে মো. এনামুল হককে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, লহ্মীপুর সরকারি মহিলা কলেজ থেকে মো. মেহেদী হাসানকে নোয়াখালীর চৌমোহনী সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।