সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করা দাবি জানিয়েছেন চাকরির প্রত্যাশীরা। একইসঙ্গে অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধি ও চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক 'শিক্ষার্থী সমাবেশ' থেকে এসব দাবি জানানো হয়।
দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সরকারি চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 'চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ে পরিষদ' নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা কয়েক দফা দাবি জানান। দাবিগুলো হলো, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ ও অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল স্থাপনের দাবি জানান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।