প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কলেজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সরকারি বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে যা করণীয় দরকার তা তিনি করবেন। গতকাল দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীনবরণ ও বই বিতরণ উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই বিশ্ববাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। সেই জন্য তোমাদের এগিয়ে আসতে হবে। তা না হলে আমরা পৃথিবীতে পিছিয়ে পড়ব। প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকতে চাই না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজর প্রফেসর সদানন্দ মধু। সভাপতিত্ব করেন কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান। কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার। এর আগে সালমান এফ রহমান শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই তুলে দেন। পরে বিকালে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।