দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে চলছে। এই আবেদন আগামীকাল ৩০ নভেম্বর বিকেল ৫টায় শেষ হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত আবেদন পড়েছে ৮ লাখ ৬২ হাজার ৪৯০টি। শিক্ষার্থীরা মোট স্কুল পছন্দ দিয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ৩৬২টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। সরকারি স্কুলে এক লাখ ৮ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ছয়গুণ।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তাকে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।
জানা গেছে, ৬৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ লাখ ৭১ হাজার ৩৯২ জন। সরকারিতে স্কুল পছন্দ দিয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৫৪৬টি।
আর ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ৯৮ জন শিক্ষার্থী। তারা স্কুল পছন্দ দিয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৮১৭টি।
বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে মোট আবেদন করেছেন ৮ লাখ ৬২ হাজার ৪৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এর আগে ১২ নভেম্বর থেকে এ ভর্তি আবেদন শুরু হয়েছে। প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা ভর্তি চলবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই লিঙ্কে, https://gsa.teletalk.com.bd/, গিয়ে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।