দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজ কর্তৃক নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে আটটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও এসো হে পহেলা বৈশাখ গান পরিবেশন এর মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়।
এরপর কলেজের শিক্ষক মিলনায়তনে সকলের উপস্থিতিতে অধ্যক্ষ মর্জিনা আক্তার দিবসটির তাৎপর্য ও গুরুত্ব উল্লেখ করে বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার কিছু অংশ আবৃত্তি করেন অধ্যক্ষ।
রসায়ন বিভাগের শিক্ষক সজীব কুন্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু বকর সিদ্দিকি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, নববর্ষ ১৪৩০ উৎযাপন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মদন কুমার শাহা, ইংরেজি বিভাগের শিক্ষক ইখতিয়ার উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মমিন, ইতিহাস বিভাগের শিক্ষক শাহজাহান কবিরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল আটটায় কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে দক্ষিণ গেট-মুজিব সড়ক-সার্কিট হাউজ-বাদশা ফয়সাল হয়ে আসাদ গেট দিয়ে কলেজে প্রবেশের মধ্য দিয়ে শেষ হয়।