রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বহস্পতিবার শতভাগ ভোটারের উপস্থিতিতে প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর।
নির্বাচনে সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ ইউসুফ আলী খান ৫৩ ভোটের মধ্যে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি বিভাগের প্রভাষক কামরুন নাহার পেয়েছেন ৯ ভোট।
যুগ্ন সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম পেয়েছেন ১০ ভোট।
কোষাধক্ষ্য পদে রসায়ন বিভাগের প্রভাষক মো. রোকছেনুল আনাম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থনীতি বিভাগের প্রভাষক মো. লুৎফর রহমান পেয়েছেন ২২ ভোট।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক (মহিলা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা খাতুন, দপ্তর সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক আশরাফুল ইসলাম, কল্যাণ সম্পাদক পদে আইসিটি বিভাগের প্রভাষক মো. নুরুল হক, নির্বাহী সদস্য-১ পদে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. আবুল বাশার, নির্বাহী সদস্য-২ পদে ইংরেজি বিভাগের প্রভাষক মো. সালাহউদ্দিন, নির্বাহী সদস্য-৩ পদে প্রাণিবিদ্যা বিভাগের প্রদর্শক মো. আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।