সরকারি বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ের সীমানায় কিন্ডারগার্টেন চালানোর নিয়ম নেই। তবুও তিন বছর ধরে বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে কিন্ডারগার্টেন পরিচালনা করছেন এক প্রধান শিক্ষক। ঘটনাটি নীলফামারীর জলঢাকা উপজেলার খেড়কাটি বাজার এলাকায়।
খেড়কাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান ২০১৯ খ্রিষ্টাব্দে খেড়কাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খেড়কাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ‘খেড়কাটি আদর্শ বিদ্যা নিকেতন’ নামে ওই কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন।
খেড়কাটি আদর্শ বিদ্যা নিকেতন স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলে মোট ২১৮ জন শিক্ষার্থী। কেজি স্কুলের নিবন্ধন অনুযায়ী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও বিদ্যালয়টিতে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হচ্ছে। প্রতিষ্ঠানটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হয় খেড়কাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলো কোন জায়গায় থেকে নিয়ে আসেন এমন প্রশ্নের জবাবে খেড়কাটি আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের পরিচালক খাইরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাঠদানের অনুমতি না থাকায় এই দুই শ্রেণির বই আমাদের প্রতিষ্ঠাতা স্যার তার কর্মরত স্কুল থেকে দেন।
এ বিষয়ে ওই ক্লাস্টারে দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি স্কুলের সীমানায় কোনো কেজি স্কুল চলতে পারে না, এবার নতুন বছরের বই ওই কেজি স্কুলে দেয়া হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হবে।