সরকারিকৃত কলেজের আরো ৭৮ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সুমানগঞ্জের তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজের ২১ জন শিক্ষক, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজের ১৩ জন শিক্ষক, সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারিকৃত জগন্নাথপুর ডিগ্রি কলেজের ৭ জন শিক্ষক, সিলেটের বালাগঞ্জের সরকারিকৃত বালাগঞ্জ ডিগ্রি কলেজের ২০ জন শিক্ষক এবং রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজের ১৭ জন শিক্ষক রয়েছেন।
রোববার তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজ, সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারিকৃত জগন্নাথপুর ডিগ্রি কলেজ ও সিলেটের বালাগঞ্জের সরকারিকৃত বালাগঞ্জ ডিগ্রি কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। আর সুমানগঞ্জের তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর ও রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজ ২০২০ খ্রিষ্টাব্দে ৩০ জুলাই সরকারি করা হয়েছিলো। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য অস্থায়ী নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।