শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে আগামী শনিবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)। কিন্তু সে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সমিতির নেতারা। এসএসসি পরীক্ষার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান স্বাক্ষরিত এসব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতি জানিয়েছে, মঙ্গলবার সমিতির কেন্দ্রীয় স্টেয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। সভায় পূর্ব নির্ধারিত ৬ মে তারিখের শিক্ষক-কর্মচারী সমাবেশ স্থগিতের বিষয়ে আলোচনা করে চলমান এসএসসি পরীক্ষার কারণে তা স্থগিত করা হয়। পরে সমাবেশের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।
এর আগে গত ১৯ মার্চ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন সমিতির নেতারা। সরকারিকরণ, শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালুসহ মোট সাত দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।