দুইটি সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষকের চাকরি নিয়মিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারিকৃত প্রতিষ্ঠানে কর্মরত এ শিক্ষকদের চাকরি নিয়মিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
জানা গেছে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ জন এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২২ জন শিক্ষকের চাকরি নিয়মিত করা হয়েছে। প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে তাদের চাকরি নিয়মিত করা হয়েছে।
জানা গেছে, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ১১ এপ্রিল সরকারি করা হয়।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চাকরি নিয়মিত হওয়া ২৯ শিক্ষকের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখন দৈনিকশিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।