বিভিন্ন সরকারি কলেজ ও আলিয়া মাদরাসায় কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বদলির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি কলেজের এসব পদে কর্মরত শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার (১৬ জানুয়ারি) থেকে সহকারী অধ্যাপক-প্রভাষকদের বদলি পদায়নের আবেদন গ্রহণ শুরু হয়।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ে জানিয়েছে, সরকারি কলেজের শিক্ষক বদলি-পদায়ন নীতিমালা-২০২২ অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি ও পদায়নে আগ্রহীদের ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd বা www.dshe.gov.bd) লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলির আবেদনগুলো ১ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে বলা হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।