কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে পানিতে ডুবে আব্দুস শফি (৭০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছে। নিখোঁজ কৃষক ওই ইউনিয়নের ফকির টাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফকির টাড়ী গ্রামের আব্দুস শাফি (৭০) সারাদিন আমন ধান খেতে নিরানীর কাজ শেষে ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিণের ব্রিজের পাশ দিয়ে নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করে। এসময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর ওই কৃষক ভেসে না উঠায় এলাকায় হইচই পরে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে কৃষকের সাথে থাকা ঘাসের বোঝাটি ব্রিজের ভাটিতে পাওয়া গেছে। পরে সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইমন মিয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি। তবে নিখোঁজ কৃষকের সন্ধান পাইনি, মঙ্গলবার সকালে আবার আমরা চেষ্টা করবো।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।