যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাংবাদিকতা কোনো অপরাধ নয়। মুক্ত গণমাধ্যম মুক্ত সমাজের স্তম্ভ। শনিবার হোয়াইট হাউজের প্রতিনিধিদের উদ্দেশে আয়োজন করা এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন। তিনি তার বয়স নিয়ে নানা সমালোচনারও জবাব দেন এবং কৌতুক করেন।
বিশ্বের বিভিন্ন দেশে আটক মার্কিন সাংবাদিকদের বিষয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি এখান থেকে দেশ এবং বিশ্বকে একটা বার্তা দিতে চাই। মুক্ত গণমাধ্যম মুক্ত সমাজের স্তম্ভ, শত্রু নয়।’ সাংবাদিকসহ ২ হাজার ৬০০ জন এই অনুষ্ঠানে অংশ নেন। তাদের সম্মানের নৈশভোজের পর প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট
প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। নানা সমালোচনার মুখেও প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে কৌতুক করেছেন মার্কিন কৌতুক অভিনেতা রয় উড জুনিয়র। তিনি বলেছেন, ‘ফ্রান্সে অবসরের বয়স ৬৪ বছর করায় বড় ধরনের প্রতিবাদ হচ্ছে। আর আমাদের এখন আছেন ৮০ বছরের এক প্রেসিডেন্ট। তিনি আবার প্রার্থী হচ্ছেন। অর্থাৎ আমরা একজন ৮৬ বছর বয়সি প্রেসিডেন্ট পাচ্ছি।’ প্রেসিডেন্ট বাইডেন বয়স নিয়ে কৌতুক করে বলেন, ‘আপনারা আমাকে বয়স্ক বলছেন, আমি মনে করি আমি পাকা হচ্ছি। আপনারা আমাকে সেকেলে মনে করেন। আমি বলছি আমার জ্ঞান বাড়ছে।’ —আলজাজিরা