দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা। সত্য নিয়ে কাজ করলে ঝুঁকি থাকে বেশি। এদিক বিবেচনায় সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা।
শনিবার বিকেলে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত পিআইবি’র সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি সাংবাদিকতাকে সত্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সাংবাদিকের অন্যতম কাজ বস্তুনিষ্ঠতা। এজন্য সত্যের সঙ্গে যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যে প্রতিবেদকের যোগাযোগ যতো ভাল তার প্রতিবেদন ততো উন্নততর এবং বস্তুনিষ্ঠ হয়। দর্শক, পাঠক ও শ্রোতার নিকট ততোটা গুরুত্ববহন করে।
তাই নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের এসব বিষয় মাথায় রেখে কাজ করা জরুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি শব্দ-ভান্ডার করা আবশ্যক। নতুবা পাঠক, দর্শক ও শ্রোতা উপযোগী প্রতিবেদন তৈরি দুরূহ হয়ে পড়বে।
তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, প্রযুক্তিগত দক্ষতা থাকলে ছবি, সংবাদ ও অন্যান্য বিষয়াদি খুব সহজে সত্য উদঘাটন করতে পারবে। তাই বর্তমান সময়ের প্রেক্ষিতে সাংবাদিকদের গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকের পাশাপাশি মোবাইল সাংবাদিকতার জ্ঞান আহরণ করা উচিত।
অনুষ্ঠানের আরো বক্তব্য দেন সাংবাদিক মানস ঘোষ, পিআইবির পরিচালক মো. জাকির হোসেন, পিআইবি’র অধ্যয়ন শাখার প্রভাষক এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের সমন্বয়কারী শুভ কর্মকার, পিআইবি’র অধ্যয়ন শাখার সহকারী অধ্যাপক ও মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী পংকজ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন।
অনুষ্ঠানে পিআইবি’র সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ৩৪ জন নবীন শিক্ষার্থী ও পূর্ববর্তী ব্যাচের তিনজন কৃতী শিক্ষার্থী এবং তিনজন শ্রেণিকক্ষে সর্বাধিক উপস্থিত শিক্ষাথীদের সংবর্ধনা দেয়া হয়।