দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বিশ্বব্যাপী সাইবার ক্রাইমের একটি সূচক প্রকাশ করেছে জার্নাল প্লস ওয়ান। সাইবার ক্রাইমের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া এবং ১০তম স্থানে রয়েছে ভারত। এ ছাড়া তালিকায় উঠে এসেছে যুক্তরাজ্যের নামও।
গতকাল বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল এই গবেষণাটি করে।
তিন বছর ধরে প্রথমবারের মতো এই গবেষণাটি করেন গবেষকেরা। আন্তর্জাতিক বিশেষজ্ঞ একটি দল এই গবেষণাটি করে। বিশ্বের দেশগুলোর জাতীয় স্তরে সাইবার অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোকে সূচকে চিহ্নিত করে এই গবেষণাটি প্রকাশ করা।
এই গবেষণার তালিকায় রাশিয়ার পরেই রয়েছে ইউক্রেন ও চীন, চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা। নাইজেরিয়া ও রোমানিয়ার মতো দেশকে পেছনে ফেলে অষ্টম স্থানে রয়েছে যুক্তরাজ্য। সাম্প্রতিক সাইবার ক্রাইমের কার্যকলাম নিয়ে প্রকাশিত এই তালিকায় ১০তম স্থানে রয়েছে ভারত।
সাইবার ক্রাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তদন্তের একটি বৈশ্বিক জরিপে অংশ নেন বিশেষজ্ঞরা। জরিপে বিশ্বের ৯২ জন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জড়িত ও পাঁচটি প্রধান সাইবার অপরাধ বিভাগের ওপর নজর রাখা হয়েছে।
পাঁচটি প্রধান বিভাগ নিয়ে এই গবেষণা প্রকাশ করা হয়। সেগুলো হলো–
১. প্রযুক্তিগত পণ্য/পরিষেবা (যেমন ম্যালওয়্যার কোডিং, বটনেট অ্যাক্সেস, আপস করা সিস্টেমে অ্যাক্সেস, টুল উত্পাদন)।
২. আক্রমণ এবং চাঁদাবাজি (যেমন পরিষেবা অস্বীকার করা আক্রমণ, র্যানসমওয়ার)
৩. ডেটা/পরিচয় চুরি (যেমন হ্যাকিং, ফিশিং, অ্যাকাউন্ট আপস, ক্রেডিট কার্ড সমন্বিত)
৪. স্ক্যাম (যেমন অগ্রিম ফি জালিয়াতি, ব্যবসায়িক ইমেল আপস, অনলাইন নিলাম জালিয়াতি) ও
৫. ক্যাশ আউট/মানি লন্ডারিং (যেমন ক্রেডিট কার্ড জালিয়াতি, অর্থ খচ্চর, অবৈধ ভার্চুয়াল মুদ্রা প্ল্যাটফর্ম)।
সাইবার ক্রাইমের তালিকায় অবস্থান অনুযায়ী দেশগুলো হলো–
১. রাশিয়া (স্কোর: ৫৮.৩৯)
২. ইউক্রেন (স্কোর: ৩৬.৪৪)
৩. চীন (স্কোর: ২৭.৮৬)
৪. আমেরিকা (স্কোর: ২৫.০১)
৫. নাইজেরিয়া (স্কোর: ২১.২৮)
৬. রোমানিয়া (স্কোর: ১৪.৮৩)
৭. উত্তর কোরিয়া (স্কোর: ১০.৬১)
৮. যুক্তরাজ্য (স্কোর: ৯.০১)
৯. ব্রাজিল (স্কোর: ৮.৯৩)
১০. ভারত (স্কোর: ৬.১৩)
১১. ইরান (স্কোর: ৪.৭৮)
১২. বেলারুশ (স্কোর: ৩.৮৭)
১৩. ঘানা (স্কোর: ৩.৫৮)
১৪. দক্ষিণ আফ্রিকা (স্কোর: ২.৫৮)
১৫. মলদোভা (স্কোর: ২.৫৭)
১৬. ইসরায়েল (স্কোর: ২.৫১)
১৭. পোল্যান্ড (স্কোর: ২.২২)
১৮. জার্মানি (স্কোর: ২.১৭)
১৯. নেদারল্যান্ডস (স্কোর: ১.৯২)
২০. লাটভিয়া (স্কোর: ১.৬৮)