ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিবর্তনমূলক।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ এর পর্যালোচনা ও সুপারিশ নিয়ে টিআইবি ও আর্টিকেল-নাইনটিন আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
এ সময় ড. ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন মূলত খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয়।
এতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার খর্ব করার আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক।