মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট দেয়ায় পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফাকে বদলি করা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বদলি করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে তাকে নিয়ে ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে তিনি দণ্ডিত এ জামায়াত নেতার জন্য দোয়া করেছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর এইচএসসি ও সমমান পরীক্ষায় একাডেমিক সুপারভাইজারকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী দৈনিক শিক্ষাডটকমকেজ জানান,দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়। এরপর তাকে বদলি করা হলো।
একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরণের স্ট্যাটাস দেয়া ঠিক হয়নি।