সাক্ষরতার পাশাপাশি মানুষকে দক্ষ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমরা শুধু মানুষকে সাক্ষর করতে চাই না। সাক্ষরতার পাশাপাশি তাদেরকে দক্ষ করেও গড়ে তুলতে চাই।
রোববার (সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’।
দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
বিশ্বের সব দেশের জন্য ইউনেসকো নির্ধারিত এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন: লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সি। ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রধান কার্যালয় ছাড়াও আমরা প্রত্যেক জেলায় একটি করে অফিস নেয়ার উদ্যোগ গ্রহণ করেছি ও প্রত্যেকটা উপজেলায় ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে কাজ করছি। আমাদের সন্তানদের গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করার জন্যই স্বাক্ষরতার কোনো বিকল্প নেই।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বাণী দিয়েছেন।