ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের দ্বিতীয় বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষায় আবেদন ফরম অনলাইনে পূরণ করে ২৬ সেপ্টেম্বরে থেকে ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃক শিক্ষার্থীদের অনলাইন ভেরিফিকেশন ১০ অক্টোবরের মধ্যে ও ব্যাংক ড্রাফটের জন্য ১৪ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যে সব শিক্ষার্থীর ৭৫শতাংশ–এর কম ক্লাস উপস্থিতি রয়েছে, তাঁদের নন-কলেজিয়েট হিসেবে গণ্য করে অতিরিক্ত ফি আদায় করতে হবে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে কলা অনুষদের ক্ষেত্রে ডি থেকে বি মাইনাস পর্যন্ত, বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ডি থেকে সি প্লাস এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে ডি থেকে এ মাইনাস পর্যন্ত পরীক্ষার দিতে পারবে।
ফরমপূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন 7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে Form Fill-up অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীর ডাটা অ্যান্ট্রি করতে হবে। ফরমপূরণের ফি জমাদানের ক্ষেত্রে Seven college Students fees শিরোনামে হিসাব নং ৪৪০৫৭০৩০০০০৯৪ এ সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দেওয়া যাবে। এ ছাড়াও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় বিকাশ/নগদে অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।