ঢাকা রবিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষের নিয়মিত-অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২২ সেপ্টেম্বর। এই কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর।
গতকাল মঙ্গলবার সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।
পরীক্ষার ফি-এর বিবরণে বলা হয়েছে, তত্ত্বীয় প্রতি বিষয়ের ফি ৩০০ এবং অর্ধপত্রের ফি ১৫০ টাকা। ব্যবহারিকের ফি ২০০, মৌখিক পরীক্ষার ফি প্রযোজ্য ক্ষেত্রে ২০০, কেন্দ্র ফি কলেজের জন্য ৩০০, কেন্দ্রের জন্য ৪৫০ টাকা।
এ ছাড়াও ব্যবহারিকের কেন্দ্র ফি পরীক্ষার্থী প্রতি ১২০, নন-কলেজিয়েট ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবে) ১৫০০, ইনকোর্স পরীক্ষার ফি- বিশ্ববিদ্যালয়ে জমা হবে ১০০ ও কলেজ ফান্ডে জমা হবে ২০০, বিশেষ অর্ন্তভুক্তি ফি ৫০০, নম্বরপত্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের জানানোর অনুরোধ করা যাচ্ছে। পরীক্ষা অত্যাসন্ন বলে এই তারিখের পরে কোনো পরীক্ষার্থীর ফরম ফি গ্রহণ করা হবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।