ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০ খ্রিষ্টাব্দের ডিগ্রি ৩য় বর্ষের বিশেষ পরীক্ষার ফরম পূরণ শুরু ৯ সেপ্টেম্বর থেকে। এই কার্যক্রম শেষ হবে ২২ সেপ্টেম্বর।
গতকাল রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত (৭) কলেজে বর্তমানে ডিগ্রি পাসকোর্সে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে ফলে বিগত যে সকল শিক্ষার্থী এখনো অধ্যয়ণরত আছে তাদের একটি আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহানুভূতির সাথে বিবেচনা করে একটি বিশেষ পরীক্ষার (১ম, ২য় ও ৩য় বর্ষের সমন্বিত) আয়োজন করেছে। ইতোমধ্যে ১ম ও ২য় বর্ষের ফরমপূরণ সম্পন্ন হওয়া সত্ত্বেও যে সকল শিক্ষার্থী (১ম ও ২য় বর্ষ) ফরমপূরণ করতে পারেনি তারা আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরমপূরণ করতে পারবে (পূর্বে ১ম ও ২য় বর্ষের ফরমপূরণের বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী উল্লেখিত)।
২০২০ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ সমন্বিত বিশেষ পরীক্ষার ফরমপূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online- এ সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।