ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫৫০ আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৭৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।
এদিকে, বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাজধানীর ইডেন মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সাতটি কলেজ ছাড়াও আরো পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রেই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। বেশ ভালো একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৭৫০ জনকে ভর্তি হওয়ার সুযোগ দেবো। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।