শেখ হাসিনা সরকার পতনের পর থমকে গেছে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থা । এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলও পিছিয়ে গেছে। তবে ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে।
শনিবার (১৭ জুলাই) সকালে এসব তথ্য জানান ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, ফলাফল পুরোপুরি প্রস্তুত রয়েছে। ঢাবি উপাচার্য না থাকায় ফল প্রকাশ সংক্রান্ত মিটিংটি করা সম্ভব হচ্ছে না। মিটিং ছাড়া ফলাফল দেয়া সম্ভব নয়। আমি আশা করেছি, খুব শীঘ্রই উপাচার্য নিয়োগ হয়ে যাবে এবং সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল আমরা ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিতে পারবো।
সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।