সাত দাবিতে লাগাতার অবস্থানের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ ও শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কোডবিহীন মাদরাসাগুলোকে কোডের অন্তর্ভুক্ত করাসহ মোট সাত দফা দাবি জানিয়েছেন তারা। এসব দাবি আদায়ে আগামী ৬ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে দাবি আদায়ে আগামী ২২ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে স্মারকলিপি দেবেন নেতারা। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট নামের একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরায়জী, কাজী ফায়জুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষামন্ত্রী ২০২২ খ্রিষ্টাব্দের ১২ অক্টোবর স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ঐক্যজোট নেতাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক করেন। সে সময় তিনি  দুই মাসের মধ্যে শিক্ষার্থীর উপবৃত্তির ব্যবস্থা এবং চার মাসের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে এখনও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় তারা ফের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। নেতারা বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো দ্রুত সরকারিকরণের দাবি জানান। মাদরাসা শিক্ষার্থীদের বন্ধ উপবৃত্তি চালু করার দাবি করেন।       

শিক্ষকরা মোট ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারিকরণ করতে হবে। প্রাইমারি শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা দিতে হবে। মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া কোডবিহীন মাদরাসাগুলো দ্রুত কোড নম্বরের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাইমারির শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশন ও চতুর্থ শ্রেণির পদ সৃষ্টি করতে হবে। সেইসঙ্গে মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরবর্তী কর্মসূচি পালনের আগেই তাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষক নেতারা।

নেতারা জানান, তারা আগামী ২২ ফেব্রুয়ারি দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন। একইসঙ্গে আগামী ৬ মার্চ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের নিয়ে মানববন্ধন, সমাবেশসহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ - dainik shiksha দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে: উপাচার্য এ এস এম আমানুল্লাহ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর please click here to view dainikshiksha website Execution time: 0.002892017364502