জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসন্ন ষষ্ঠ সমাবর্তনে সাপ্তাহিক কোর্সের (ছুটির দিনে ক্লাস) শিক্ষার্থীদের সঙ্গে বসতে চান না নিয়মিত ছাত্ররা। এমনকি উইকেন্ড শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি কমানোরও দাবি জানান।
এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবারের সমাবর্তনে স্নাতক (সম্মান) ডিগ্রি ২ হাজার ৫০০ টাকা, স্নাতকোত্তর ডিগ্রি ২ হাজার ৫০০, স্নাতক ও স্নাতকোত্তর (উভয় ডিগ্রি একত্রে) চার হাজার, এমফিলের জন্য ছয় হাজার, পিএইচডির শিক্ষার্থীদের সাত হাজার টাকা এবং উইকেন্ড-ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন, বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সম্পাদক সামি আল জাহিদ প্রীতম প্রমুখ।