সামাজিক অবক্ষয়ের কারণে পিটিয়ে শিক্ষককে হত্যা করেছে ছাত্র : আইজিপি

নিজস্ব প্রতিবেদক |

সামাজিক অবক্ষয়ের কারণে শিক্ষককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটিয়েছে ছাত্র—এমনটাই মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘আমার শিক্ষকদের দেখলে এখনো পায়ে হাত দিয়ে সালাম করি। কিন্তু এখন ছাত্র শিক্ষককে পিটিয়ে মারছে। আবার এক শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে লেলিয়ে দিচ্ছেন। এগুলো ঘটছে সামাজিক অবক্ষয়ের কারণে।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি বেনজীর আহমেদ।

আরএমপির পুলিশলাইনসে অনুষ্ঠিত সভায় আইজিপি বলেন, ‘সমাজ পরিবর্তনশীল। অপরাধের ধরনেরও পরিবর্তন হচ্ছে। এখন যে অস্থির সময় চলছে, তা সবাই মিলে মোকাবিলা করতে হবে। এটা শুধু পুলিশের একার কাজ নয়।’

বেনজীর আহমেদ আরও বলেন, ‘এখন সাইবার ওয়ার্ল্ডে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। সোশ্যাল মিডিয়ার নিরাপত্তার কথা না জেনেই অনেকে এটা ব্যবহার করে। অনুরোধ করব, দয়া করে এটা করবেন না। আমরা বহু মানুষের চোখের পানি দেখি। এগুলো আমরা দেখতে চাই না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে—যেন আমরা ভিকটিম না হই।’

পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘জীবনের এমন কোনো ক্ষেত্র থাকে না, যেটি পুলিশের দায়িত্বের বাইরে। তাই সরকার প্রদত্ত দায়িত্ব যা আছে, তা তো প্রতিপালন করিই, এর পাশাপাশি আমরা সব সময়ে দেশের নাগরিকদের পাশে থাকার চেষ্টা করি। করোনার প্রাদুর্ভাবের শুরুতে আরএমপি কমিশনার অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের বাড়ি বাড়ি ছুটেছেন। এটা কিন্তু পুলিশের কাজ নয়। এরপরও জনগণের জীবন বাঁচানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি।’

পুলিশপ্রধান বলেন, ‘পুলিশের কাছে কত ধরনের সাহায্যের জন্য যে মানুষ ফোন করে, তা ৯৯৯–এর কল সেন্টারে না বসলে উপলব্ধি করা যাবে না। আমদের সমাজ যত এগোচ্ছে, তত আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। একা হয়ে যাচ্ছি। এটা সামাজিক বিচ্ছিন্নতা।’

পুলিশ সদস্যদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘দেশটাকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। প্রধানমন্ত্রীর প্রজ্ঞায় দেশ এগিয়ে গেছে। পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুলিশের সব সদস্যকে এটি মাথায় রেখে কাজ করতে হবে। ভালো কাজের রেকর্ড আরও ভালো কাজ দিয়ে ভাঙতে হবে।’ 

আরএমপি কমিশনার আবু কালাম সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0031051635742188