বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও ও এ সংক্রান্ত আবেদন আঞ্চলিক কার্যালয় থেকে নিষ্পত্তির সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এমপিও মাসের ১০ তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে এমপিও সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সময় দেয়া হয়। কিন্তু আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলতি মাসের এমপিওর আবেদন নিষ্পত্তির সুযোগ পাবেন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা। সার্ভারে যান্ত্রিক সমস্যার কারণে এমপিওর আবেদন নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তর থেকে এ তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় থেকে এমপিও মাসের ১০ তারিখের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হয়। সার্ভারে যান্ত্রিক সমস্যার কারণে জানুয়ারি মাসের এমপিওতে সব আবেদন নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারির জায়গায় ১২ জানুয়ারি তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।