জয়পুরহাটের সদর থানা এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫ সিপিসি-৩।
জানা গেছে, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার সদর থানার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. রিমন ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. রনি মন্ডলকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, মূলহোতা মো. রিমন জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ও মো. রনি মন্ডল তার সহযোগী হিসেবে কাজ করে। তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসায় জড়িত। তারা ঈদ সামনে রেখে প্রতি ১ লাখ টাকা জাল নোট ১২ হাজার টাকায় কিনে এনে ব্যাংকের টাকার বান্ডেলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে প্রকাশ্যে স্বীকার করেছেন তারা। এছাড়া তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলেও স্বীকার করেছে। অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিলো। জাল টাকা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম চলছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।