সিইসি ‘মানসিক রোগী’, পাবনায় চিকিৎসা করাতে হবে : ইসলামী আন্দোলন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালের পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দলবাজ সেবাদাস সিইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিইসি একজন ‘মানসিক রোগী’, তাকে পাবনায় চিকিৎসা করাতে হবে। আওয়ামী লীগের একজন ক্যাডার দলবাজ সিইসি হাবিবুল আউয়ালের পরীক্ষা নেয়া হয়ে গেছে। তাকে দ্রুত পদত্যাগ করতে হবে। মানবতার দুশমন সিইসি ও এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। 

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বরিশালে হাতপাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ ভোটারদের ওপর হামলার প্রতিবাদ এবং সিইসির পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীরাই বেশি ভোট পেয়েছিলো। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট জালিয়াতি করেছে। সিইসিও নির্বাচন নিয়ে মিথ্যা কথা বলছে। লুটেরা দেশবিরোধী সরকারের পতনের একদফা দাবিতে রাজপথ ছাড়বো না। দীর্ঘ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো এই সরকার ক্ষমতায় বসে আছে। এখন জনগণের একদফা এক দাবি এই সরকার তুই কবে যাবি।’

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুবনেতা নেছার উদ্দিন, শ্রমিকনেতা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি আরিফুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, কে এম শরীয়াতুল্লাহ, ফরিদুল ইসলামসহ অনেকে। সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ অনেকে।

মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইর ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়। একটি কথা প্রচলিত আছে, ‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’। বর্তমান সরকারের ক্ষেত্রে বাক্যটি অত্যন্ত যথার্থ। কাজেই চোরের গোষ্ঠী সতর্ক না হলে কঠিন খেসারত দিতে হবে।’

অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘বর্তমান সিইসি একটি দলবাজ, আওয়ামী ক্যাডার, তাঁবেদার। সিইসি কিভাবে বলতে পারলো ফয়জুল করীম তো ইন্তেকাল করেনি? তাহলে হাবিবুল আউয়ালরা কি ফয়জুল করীমের লাশ কামনা করেছিলেন? এ দলবাজ, সেবাদাস মেরুদণ্ডহীন ও অথর্ব হাবিবুল আউয়াল এক মুহুর্তও ক্ষমতায় থাকতে পারবে না।’

নেতারা বলেন, ‘দেশে কোনো সরকার নেই। যারা আছে তারা অবৈধ সরকার। এ অবৈধ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে জাতির ততো মঙ্গল হবে। দেশ ও দেশের মানুষ মুক্তি পাবে।’ 

জুমার নামাজের পর বিক্ষোভের কথা থাকলেও সকাল থেকে বায়তুল মোকাররম ও আশপাশে দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশশেষে তারা বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর মোড়ে ও দৈনিকবাংলা প্রদক্ষিণ করেন। মিছিলে ‘বরিশালে শায়েখের ওপর হামলা কেনো প্রশাসন জবাব দাও’, ‘এক দফা এক দাবি সরকার তুই কবে যাবি’, ‘সিইসির পদত্যাগ চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘বরিশালে রক্ত কেনো? সিইসি জবাব দাও’ ইত্যাদি স্লোগন দিতে শোনা গেছে নেতাকর্মীদের।


পাঠকের মন্তব্য দেখুন
ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা - dainik shiksha শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029120445251465