সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ফুটবল সুপারলিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দশ দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৫টি দল অংশগ্রহণ করে।
সোমবার টুর্নামেন্টের ফাইনালে ১৩তম ব্যাচকে হারিয়ে ১৫তম ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।
টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এতে মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. এমদাদুল হক, পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এসময় তিনি ছাত্র ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের নির্দেশনা দেন। উল্লেখ্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের অয়োজনে ফুটবল সুপারলীগের এবার অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে।