সিটি কলেজ শিক্ষার্থীদের হাম*লায় ঢাকা কলেজের ছাত্র আ*হত

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক |

রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের ছাত্র সিয়াম আহমেদ আহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। আহত সিয়াম উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। 

সিয়াম বলেন, ক্লাস শেষে বাড়ি যাওয়ার পথে সিটি কলেজের ছাত্ররা অতর্কিতভাবে হামলা করে। এতে আমার মাথার পেছনের দিকে ডানপাশে আঘাত পেয়েছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থীকে পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর বারোটার কাছাকাছি সময়ে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা সিটি কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী জড়ো হয়। এসময় আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে বলে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় ধানমন্ডি পপুলার এবং মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এসময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, হামলায় ঢাকা কলেজের এক ছাত্র মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে৷ তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ এখন সে সুস্থ আছে৷ কীভাবে কী ঘটলো আমরা খোঁজ-খবর নিচ্ছি৷ 

বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশন অর্পিত হালদার ঠাকুর বলেন, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতির শান্ত রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0024621486663818